ট্রাম্প এখনও নিরাপদ নন : পুতিন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তাকে অভিজ্ঞ এবং বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া তিনি বিশ্বাস করেন না যে হত্যা চেষ্টার পর ট্রাম্প এখনও নিরাপদ রয়েছেন।
জুলাইয়ে পেনসিলভানিয়াতে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন ট্রাম্প। ওই সময়ে তাকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়। কিন্তু সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। এরপর সেপ্টেম্বরেও একই ঘটনা ঘটে। ফ্লোরিডার গলফ ক্লাবে একটি ব্যক্তি বন্দুক নিয়ে ট্রাম্পকে হত্যার চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রক্ষা পায় ট্রাম্প।
কাজাখস্তানে একটি সম্মলেনে যোগদান শেষে সাংবাদিকদের পুতিন বলেন, মার্কিন নির্বাচনী প্রচারণায় একের পর এক যেভাবে বিতর্কিত ঘটনা ঘটছিল তাতে তিনি হতবাগ হয়েছেন।
পুতিন বলেন, ‘ট্রাম্পের ওপর একাধিক হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এজন্য আমি মনে করি তিনি এখন নিরাপদ নন।’ তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক ঘটনা ঘটনার ইতিহাস রয়েছে। আমি মনে করি ট্রাম্প বুদ্ধিমান, বিষয়টি সম্পর্কে তিনি সতর্ক থাকবেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন। এই রুশ নেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় বিরোধী রাজনীতিবিদরা যেভাবে ট্রাম্প এবং তার পরিবারের সদস্যদের নিয়ে সমালোচনা করেছে তাতে তিনি আরও অবাক হয়েছেন। একে তিনি আচরণগত বিদ্রোহের সঙ্গে তুলনা করেছেন।
এএজি