Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

হোমনায় সৎ ছেলে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ঘাতক আটক

হোমনায় সৎ ছেলে মাকে পিটিয়ে হত্যার  অভিযোগ, ঘাতক আটক
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় দুপুরের খাবার দিতে দেরি করায় সেনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সৎ ছেলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলা শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতর শ্রীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী। ঘটনার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছেলে মোফাজ্জল হোসেন (৩৭) বেনুমিয়াকে আটক করেছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চাঁন্দেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের আবুল কাশেমের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ২০০৯ বিয়ে করেন বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামের সেনোয়ারা বেগমকে। তিনি নিঃসন্তান। আবুল কাশেমের প্রথম স্ত্রীর ঘরে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সৎ ছেলে বেনু মিয়া মাকে ভাত দিতে বলে এ সময় মা একটু অপেক্ষা করতে বলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটার এক পর্যায়ে বিনু মিয়া লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তাকে প্রথমে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পথে রাত দশটার দিকে সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু এলাকায় সে মারা যায়। পরে স্বজনরা লাশ হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে পুলিশ এসে লাশ ময়নাতন্ত্রের জন্য থানায় নিয়ে যায়। 

নিহতের সৎ বড় ছেলের স্ত্রী হ্যাপি আক্তার জানান, বিকেলে হঠাৎ করে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পাই এই সময় কয়েকজন এসে আমার দেবরকে শান্ত করার চেষ্টা করে এ সময় আমার শাশুড়িকে মাটিতে পড়ে থাকতে দেখি তার অবস্থা খারাপ হওয়ায় আমরা রামচন্দ্রপুরে একটি হাসপাতালে নিয়ে যাই সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা নিয়ে যাওয়ার পথে মেঘনা সেতু তে পৌঁছালে তিনি মারা যান। 

নিহতের বড় বোনের ছেলে কবির হোসেন জানান, আমার খালাতো ভাই ফোন করে আমার ছোট ভাইকে বলে আমার খালা অসুস্থ আমি প্রথমে হোমনায় পরে গৌরীপুর গিয়ে খালার সাথে ঢাকা যাওয়ার পথে মেঘনা সেতু এলাকায় গেলে খালা মারা যায়। পরে আমরা খালাকে নিয়ে হোমরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আমার খালাকে মৃত্যু ঘোষণা করে। শুনেছি বিকেলে আমার খালাকে তার সৎছেলে বেনু মিয়া পিটিয়ে হাত পা ভেঙ্গে ফেলে। এ ঘটনায় নিহতের ছেলের বউ হোসনে আরা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

হোমনা থানার অফিসার ইনচার্জ জাবেদউল ইসলাম জানান, বৃদ্ধার নিহতর ঘটনা খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার ছেলে বেনু মিয়া কে রাতে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক মানুষিক ভাবে অসুস্থ।

 
এএজি

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন