Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

মান্দায় বসতবাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ; আহত ৩

মান্দায় বসতবাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ;  আহত ৩
ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে অতর্কিত হামলা ভাংচুর- লুটপাটসহ ধানের পালায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর গ্রামে। এ ঘটনায় লক্ষীরামপুর গ্রামের মৃত মফিজ উদ্দীন ওরফে পলিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫৩), মেয়ে জায়েদা খাতুন (৬০) এবং মজিদুল ইসলামের ছেলে নাহিদ হাসান (৪) আহত হয়েছেন। আহতরা বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা গেছে, লক্ষীরামপুর গ্রামের মৃত মফিজ উদ্দীন ওরফে পলিনের ছেলে ও ১২০ নং লক্ষীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ ইব্রাহীমের ছেলে আব্দুল জলিল, খলিলুর রহমান, ইসমাইল এবং ইসমাইলের ছেলে পাইলট গংদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন দু’দফায় অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়িঘরের আসবাবপত্র ভাংচুর ও ধানের পালায় অগ্নিসংযোগসহ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা। এতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন। এমতাবস্থায় তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। বর্তমানে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। অপরদিকে, সরেজমিন গিয়ে অভিযুক্তদের কাউকে না পাওয়ায় তাদের মন্তব্য পাওয়া যায়নি।

মান্দা ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার শফিউর রহমান বলেন, ৪টি ধানের পালায় অগ্নিসংযোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে, ২ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, এ ঘটনায় শিক্ষক আব্দুর রাজ্জাকের ছেলে রফিকুল ইসলাম বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 


এএজি

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন