Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ইবির রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে দিদারুল-সাঈম

ইবির রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে দিদারুল-সাঈম
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রোভার স্কাউট গ্রুপের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দিদারুল ইসলাম রাসেল সভাপতি ও অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার আবু সাঈম।

বুধবার (১৮ ডিসেম্বর) সংগঠনটির সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, আরএসএল অধ্যাপক ড. আমিনুল ইসলাম ও অধ্যাপক ড. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সকল কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী এক বছরের জন্য নিম্নোক্ত ইউনিট কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হলো। পূর্নাঙ্গ কমিটি অতি দ্রুত বাস্তবায়ন করা যাবে।

সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব বাস্তবায়নের ক্ষেত্রে রোভার স্কাউট এর লক্ষ্য উদ্দেশ্য এবং বিপ্লবের চেতনার সমন্বয় ঘটাবো। যাতে করে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারি। পরিশেষে, সকল কর্মকাণ্ডে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

 
এএজি

নামাজের সময়সূচী

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন