Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুব

 ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুব
ফাইল ফটো

ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন একই বর্ষের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইউসুব আলী।

রোববার (০৫ জানুয়ারি) ক্যাম্পাস পার্শ্ববর্তী একটি মিলনায়তনে শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন সভাপতি নির্বাচন এবং পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনয়ন দেওয়া হয়।

এসময় সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোট পাওয়া মাহমুদুল হাসানকে সভাপতি ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান শাখা সেক্রেটারি হিসেবে ইউসুব আলীকে মনোনীত করেন এবং নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আল্লাহর সাহায্য চাই। পাশাপাশি সবার সহযোগিতা কামনা করছি। ছাত্রশিবির সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীতে কাজ করছে। একইসঙ্গে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে। শিক্ষার্থীদের কল্যাণে আগামী দিনেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
টিএ

নামাজের সময়সূচী

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন