Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ইবি থানা স্থানান্তরের প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

ইবি থানা স্থানান্তরের প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ
ছবি: ইবি থানা স্থানান্তরের প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত থানা (ইবি থানা) অন্যত্র স্থানান্তর না করার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ¦ালিয়ে অবরোধ করেন তারা।

পরে কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্র্থ) পলাশ কান্তি নাথ এসে সমাধানের আশ্বাস দিলে দুপুর ২টায় সড়ক ছেড়ে দেওয়া হয়। তবে বিক্ষোভকারীরা আগামী দুদিনের মধ্যে থানা স্থাপন ও স্থানান্তরের যাচাইবাছাই সংক্রান্ত প্রতিবেদন স্বরাষ্ট মন্ত্রানালয়ে জমা দেওয়ার দাবি জানান। অন্যথায় আগামী ১৬ ফেব্রুয়ারি ফের সড়ক অবরোধ করা হবে হুঁশিয়ারি দেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল ও ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী এবং স্থানীয় বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দসহ এলাকাবাসী অংশ নেন।

শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে দূরে ও প্রত্যন্ত এলাকায় হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তায় ইবি থানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাছাকাছি কোন থানা না থাকায় ইবি থানা সরিয়ে নিলে শিক্ষার্র্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই আমরা চাই ইবি থানা ইবিতেই থাকবে। অন্য কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, বিগত স্বৈরাচার সরকার ষড়যন্ত্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর কোনো মতামত না নিয়ে ইবি থানা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এ ষড়যন্ত্র আমরা মেনে নেব না, প্রয়োজনে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে।

ইবি থানা বাস্তবায়ন কমিটির সভাপতি স্থানীয় তৌহিদুল হাসান লাবু বলেন, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতেই থানা স্থানান্তরের ষড়যন্ত্র করেছিল ফ্যাসিস্ট সরকার। আমরা সেই সিদ্ধান্ত মানি না। যে আল্টিমেটাম দিয়েছি এর মধ্যে যদি বিষয়টি সমাধান না করা হয় ফের সড়ক অবরোধ করা হবে।

কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ বলেন, থানা স্থানান্তর নিয়ে একটি কমিটির পর্যবেক্ষণ চলছে। পর্যবেক্ষণ শেষে প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রানালয়ে জমা দেওয়া হবে। আশা করছি দুই এলাকার জন্যই ভালো কিছু আসবে।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী সাতটি ইউনিয়নে কাজ করে। ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে থানাকে ক্যাম্পাস থেকে ১৬ কিলোমিটার দূরে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণের সিদ্ধান্ত হয়। এছাড়া ঝাউদিয়ায় থাকা পুলিশ ক্যাম্পকে বিশ্ববিদ্যালয়ে স্থানন্তরের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে আসছেন। 
টিএ

নামাজের সময়সূচী

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন