Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

আকাশের মুখ ভারের পূর্বাভাস

আকাশের মুখ ভারের পূর্বাভাস
ছবি: সংগৃহীত

মাঘ শেষ হয়ে আসছে। শীতের আমেজ শেষে ফাল্গুন কড়া নাড়ছে দরজায়। এমন সময় আকাশের থাকবে মুখ ভার। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (৯ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদফতর প্রকাশিত আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ের মধ্যে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সোমবার সারাদেশে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩৫ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে।

 
কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন