Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

সাগরপাড়ে ভেসে এলো রহস্যময় বাড়ি

সাগরপাড়ে ভেসে এলো রহস্যময় বাড়ি
ছবি: সংগৃহীত

সাগরপাড়ে ভেসে এসেছে এক বাড়ি। ভাঙাচোরা এই বাড়ি কোথা থেকে বা কীভাবে এলো তা কেউ জানে না। তাই ভূতুড়ে এই বাড়ি নিয়ে আগ্রহের শেষ নেই। এক পলক দেখার জন্য বাড়িটিতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। রহস্যজাগানিয়া বাড়িটি এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

এল সালভেদরের দক্ষিণাঞ্চলীয় লা পুনতিলা সৈকতে ঘটেছে এমন ভূতুড়ে ঘটনা। চোলোপানজা নামে পরিচিত সালভাদোরের একজন ইউটিউবার সর্বপ্রথম এই বাড়ির ভিডিও প্রকাশ্যে আনেন।

ইউটিউবসহ বিভিন্ন প্লাটফর্মে বাড়িটির ভিডিও পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। তখন পর্যটকরা চম্বুকের মতো বাড়িটি দেখতে ছুটে আসতে থাকেন। অনেকেই হাজির হচ্ছেন পরিবারের সদস্যদের নিয়ে। তাদের ভাষায়, ঘুরে দেখার জন্য এই স্থানটা বেশ চমৎকার। আরও বেশি পরিমাণে মানুষের এখানে আসা উচিত।

ভিডিওতে দেখা যায়, পর্যটকরা ঘুরে ঘুরে বাড়ির ভেতরের অংশ দেখছেন। বাড়ির সিলিংয়ে স্টার অব ডেভিডের প্রতীকও দেখা যায়। আবার বাড়িটির দেয়ালে দেয়ালে বিভিন্ন রঙের গ্রাফিতিরও দেখা মেলে। ২০২১ সালে ধারণ করা ভিডিওতে, ভৌতিক এই বাড়িটি সাগরপাড়ে ভেসে আসার কোনো উত্তর জানা যায়নি। তবে মনে করা হয়, বাড়িটি সাগরতীরে থাকা এই বাড়ির রহস্যের সঙ্গে জড়িয়ে রয়েছে হারিকেন মিচের নাম।

স্থানীয়দের দাবি, এটা আসলে একটি হোটেল ছিল। যার নাম হোটেল পুয়ের্তো ভেনচুরা। কেউ কেউ বিশ্বাস করেন, ১৯৯৮ সালে হারিকেন মিচ আঘাত হানার সময় হোটেলটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আবার এটিকে এক সময় উপাসনালয় হিসেবে ব্যবহার করা হতো বলে বিশ্বাস করেন কেউ কেউ। তবে রাজধানী সান সালভাদোর থেকে ৭৫ কিলোমিটার দূরবর্তী এই বাড়ি রহস্যজাগানিয়াই হয়ে রয়েছে।

 
কেএ

নামাজের সময়সূচী

রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন