Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

আবারও ছন্দপতন হৃদয় খানের দাম্পত্য জীবনে

আবারও ছন্দপতন হৃদয় খানের দাম্পত্য জীবনে
সংগীতশিল্পী হৃদয় খান - স্ত্রী পূর্ণিমা আকতার

সংগীতশিল্পী হৃদয় খান। গান দিয়ে আগের মতো আলোচনায় নেই তিনি। তবে এবার দাম্পত্য জীবনে আবারও ছন্দপতন হয়েছে এই গায়কের। তৃতীয়বারের মতো ভেঙেছে তার সংসার। এমনটাই জানিয়েছে শিল্পীর পারিবারিক একটি সূত্র।

হৃদয় খানের প্রথম স্ত্রীর নাম পূর্ণিমা আকতার। যাকে তিনি মিডিয়াতে পা দেওয়ার পরপরই বিয়ে করেন। এরপর তিনি প্রেমের সম্পর্কে জড়ান মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের সঙ্গে। তাকে ২০১৫ সালের ১ আগস্ট বিয়ে করেন। বছর পার না হতেই ২০১৬ সালের ৬ এপ্রিল বিচ্ছেদ হয়ে যায় তাদের।

সুজানার সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। এবার জানা গেল, হৃদয় ও হুমায়রার সংসারও ভেঙে গেছে। হৃদয় খানের এক পারিবারিক সূত্র থেকে জানায় এই শিল্পীর আচরণ ও জীবনযাপন নিয়ে অসুন্তষ্টির অভিযোগ তুলে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা নিজেই। এ বিষয়ে শিল্পীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।


এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ১৪ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪