Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

যুবলীগ নেতা কুদ্রত আলী গ্রেপ্তার

যুবলীগ নেতা কুদ্রত আলী গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা কুদ্রত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ও ওয়ার্ড যুবলীগ সভাপতি।

সোমবার (৩ মার্চ) রাত ৮টায় তাহিরপুর সদর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়েরকৃত নাশকতার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে কুদ্রতকে গ্রেপ্তার করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা কুদ্রত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে জেল হাজতে পাঠানো হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 
কেএ

নামাজের সময়সূচী

রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪