মাধবপুরে ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নে "সুন্দরপুর আহলে সুন্নাত ওয়াল জামাত" এর আয়োজনে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমা নামাজের পর ইউনিয়নের সুন্দরপুর জামে মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাসফিল্ড রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে ব্যানারে অংশগ্রহণ করেন হাজারো মুসলিম জনতা।
গাজায় বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। পবিত্র রমজান মাসেও সেখানে বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন আয়োজকরা।
এ সময় মিছিলে স্লোগান দেওয়া হয়, 'যুদ্ধ নয় শান্তি চাই', 'ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই', 'ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন কেন জাতিসংঘ জবাব চাই'? 'বয়কট বয়কট ইসরায়েল বয়কট'।
এসময় ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাসফিল্ড এলাকায় সড়কের একপাশে দাঁড়িয়ে সুন্দরপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য মোঃ কবির মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সুন্দরপুর জামে মসজিদের খতিব মুফতি রুকন উদ্দিন ক্বাদরী, মানিকপুর নুরে মদিনা জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আব্দুল কদ্দুস, মানিকপুর গাউসুল আজম জামে মসজিদের খতিব ক্বারী মোঃ আমিরুল ইসলাম, রতনপুর জামে মসজিদের খতিব ক্বারী জসিম উদ্দিন, মোঃ হাবিবুর রহমান হাবিব, ক্বারী মোতাহের।
এছাড়াও সুন্দরপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে বক্তব্য রাখেন চঞ্চল মাহমুদ জোবায়ের।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে হাজারো মুসলিম জনতার মধ্যে উপস্থিত ছিলেন, রাকিব মিয়া, মতিউর রহমান, সাব্বির, মারুফ আহমেদ, নজরুল মিয়া, মোঃ হাফিজুর রহমান উজ্জ্বল, সাদ্দাম সহ এলাকাবাসীরা।
এএজি