Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

নববর্ষ ঘিরে শাহবাগে তীব্র যানজট

নববর্ষ ঘিরে শাহবাগে তীব্র যানজট
ছবি: সংগৃহীত

নববর্ষের উৎসব ও বর্ষবরণ র‍্যালিকে ঘিরে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং রমনা বটমূলে সকাল থেকেই মানুষের ব্যাপক সমাগম দেখা গেছে। এতে শাহবাগ ও আশপাশের সড়কগুলোতে যান চলাচলে অত্যন্ত ধীরগতি দেখা গেছে।

যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আগেই শাহবাগ এলাকায় যানচলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল, বাস্তবে রাস্তায় দেখা যায় বিপরীত চিত্র। যানবাহন, রিকশা, ভ্রাম্যমাণ দোকান ও মানুষের ভিড়ে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও একই চিত্র দেখা যায়। উৎসবমুখর মানুষের ভিড়ের পাশাপাশি সড়কে হকারদের ভ্রাম্যমাণ দোকান, ফুচকা-চটপটির স্টল, এমনকি রিকশা দাঁড় করানো থাকায় পথচারীদের চলাচল ও যান চলাচল ব্যাহত হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, তারা সকাল থেকেই নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং যান চলাচল নিয়ন্ত্রণে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে।

 


এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪