নববর্ষ ঘিরে শাহবাগে তীব্র যানজট

নববর্ষের উৎসব ও বর্ষবরণ র্যালিকে ঘিরে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং রমনা বটমূলে সকাল থেকেই মানুষের ব্যাপক সমাগম দেখা গেছে। এতে শাহবাগ ও আশপাশের সড়কগুলোতে যান চলাচলে অত্যন্ত ধীরগতি দেখা গেছে।
যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আগেই শাহবাগ এলাকায় যানচলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল, বাস্তবে রাস্তায় দেখা যায় বিপরীত চিত্র। যানবাহন, রিকশা, ভ্রাম্যমাণ দোকান ও মানুষের ভিড়ে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও একই চিত্র দেখা যায়। উৎসবমুখর মানুষের ভিড়ের পাশাপাশি সড়কে হকারদের ভ্রাম্যমাণ দোকান, ফুচকা-চটপটির স্টল, এমনকি রিকশা দাঁড় করানো থাকায় পথচারীদের চলাচল ও যান চলাচল ব্যাহত হচ্ছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, তারা সকাল থেকেই নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং যান চলাচল নিয়ন্ত্রণে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে।
এএজি