Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

শিশু জুই হত্যার প্রতিবাদে নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ‎

শিশু জুই হত্যার প্রতিবাদে নাটোরে বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ‎
ছবি: সংগৃহীত

‎নাটোরের বড়াইগ্রামে ৭ বছরের শিশু কন্যা জুঁইকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। বুধবার (১৬ এপ্রিল) ১২ ঘটিকায় নাটোর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন নাটোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। তারা শিশু জুই হত্যার দ্রুত বিচার দাবি করে শ্লোগান দেন এবং ২৪ ঘন্টার মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

‎সমাবেশে বক্তারা বলেন, মাগুরায় আছিয়াকে নৃশংসভাব হত্যা ও নাটোরের বড়াইগ্রামের“৭ বছরের শিশু জুইয়ের মতো নিষ্পাপ প্রাণ যাতে আর কখনো এভাবে ঝরে না পড়ে, সে জন্য রাষ্ট্র ও প্রশাসনকে কঠোর হতে হবে। এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে।”

‎এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা আহব্বায়ক, শিশির মাহামুদ, সিনিয়র যুগ্ন আহব্বায়ক মো কাজি আসিকুর রহমান, মো রাহী,যুগ্ন সদস্য সচিব, শিখা জোয়াদ্দার,সিনিয়র মুখ্য সংগঠক,রবিন আহম্মেদ,সংগঠক মোনামিতা মিলি সহ আরও অনেকে।

‎পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি থেকে শিশু জুই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ২৪ ঘন্টার মধ্যে নিশ্চিত করা সহ সারাদেশে শিশু নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

‎উল্লেখ্য, গত ১৪ মার্চ বড়াইগ্রাম উপজেলার গাড়ফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের সাত বছরের শিশু কন্যা জৃুই তার নিকটবর্তী এলাকায় তার দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন মঙ্গলবার ১৫ই মার্চ পাবনা জেলার চাটমোহর থানার কাটাখালি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে বিবস্ত্র ও ঝলসানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।‎ এই ঘটনায় জেলা জুড়ে ও স্থানীয়দের মাঝে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 
এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪