‘দেশে এখনো ৩৭ লাখ শিশু পুষ্টিহীনতা ও ওজনের সমস্যায়’ ভুগছে ’

বাংলাদেশে এখনও পাঁচ বছরের কমবয়সী শিশুদের মধ্যে পুষ্টিহীনতা ব্যাপকভাবে বিদ্যমান। দেশে ৩৭ লাখ শিশু খর্বাকৃতি, ১৭ লাখ শিশুকৃশকায় এবং ৩৪ লক্ষ শিশু কম ওজনের সমস্যায় ভুগছে (বিবিএসএর শেষ প্রতিবেদন)। অবস্থা পরিবর্তনে এবং ২০৩০ সালের লক্ষ্য অর্জনে বাজেটে বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন উচ্চ পর্যায়ের এক নীতি প্রণয়ন সংক্রান্ত সংলাপে বক্তারা।
সোমবার (৫ মে) বাংলাদেশ রাইটটুগ্রো কনসোর্টিয়াম এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি)-এর যৌথ আয়োজনে ঢাকার মহাখালিস্থ বিএনএনসি কনফারেন্স রুমে সংলাপ অনুষ্ঠিত হয় এ সভা। ‘জাতীয় পুষ্টিনীতি (এনএনপি) এবং জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা (এনপিএএন)-এর আসন্ন সংশোধনীর প্রেক্ষিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি বিষয়ক এই সংলাপের মূল লক্ষ্য ছিলো শিশু পুষ্টির ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে নতুন কর্ম-পরিকল্পনায় অগ্রাধিকার ভিত্তিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য কার্যকরী পদক্ষেপের সুপারিশ করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সচিব, ডা. মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিট মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, মোসাম্মাৎ জোহরা খাতুন, জন স্বাস্থ্য ইন্সটিটিউট পরিচালক ডা. মো. মোমিনুর রহমান, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ মহাপরিচালক ডা. মোহাম্মদ মাহাবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তাসনীমা মাহজাবীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট পরিচালক অধ্যাপক ড. মো. সাইদুল আরেফিন, সেভ দ্যা চিলড্রেন পরিচালক তানিয়া শারমিন। বিষয়বস্তুর ওপর দুটি উপস্থাপনা তুলে ধরেন বিএনএনসি’র উপপরিচালক ডা. মো. আখতার ইমাম এবং রাইটটুগ্রো-এর টিম লিডার ইকবাল আজাদ।
ডা. মো. সাইদুর রহমান বলেন, পুষ্টি বিষয়ক কি সমস্যা ও প্রতিবন্ধকতা আছে তা আমরা সবাই জানি। আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পুষ্টি বিষয়ক কোনো ফোকাল পারসন নেই। সবাই পুষ্টি নিয়ে কাজ করে। তাই কাজ হয় কম। পুষ্টি বিষয় ফোকাল পারসন প্রয়োজন। রাষ্ট্রের প্রধানকে নিয়ে যে মিটিং হওয়ার কথা, সে মিটিং ২০১৭ সালের পরে আর হয়নি। এই মিটিং হলে অনেক সমাধান আসতো।
এএজি