Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

সিলেটে ‘বাংলাদেশ স্বরাজ পার্টির’ আত্মপ্রকাশ

সিলেটে ‘বাংলাদেশ স্বরাজ পার্টির’ আত্মপ্রকাশ

বাংলাদেশ স্বরাজ পার্টি (বিএসপি) নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। এ সময় দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদসহ সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সিলেট বিভাগের সভাপতি মাসুদুর রহমান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ স্বরাজ পার্টি শুধুমা আরেকটি নতুন দল নয়, এটি একটি আধুনিক, সময়োপযোগী ও মূল্যবোধভিত্তিক রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ। বর্তমানে দেশের রাজনীতি পুরোনো ও জরাজীর্ণ কাঠামোর বেড়াজালে আবদ্ধ। প্রচলিত দলগুলোর ব্যর্থতার কারণে দেশ রাজনৈতিক দিকনির্দেশনা ও আদর্শহীনতায় ভুগছে।

মাসুদুর রহমান আরও বলেন, ‘মানুষ অনেক সময় তার স্বপ্নের চেয়েও বড় হয়। আমাদের স্বপ্ন সীমিত হলেও দৃষ্টিভঙ্গি উন্নত, লক্ষ্য সুদূরপ্রসারী। আমরা চাই, বাংলাদেশ হোক পৃথিবীর বুকে অনন্য এক রাষ্ট্র।’

দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ বলেন, ‘নতুন রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যতের জন্য একটি রূপরেখা তৈরির লক্ষ্যেই আমরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নতুন এই রাজনৈতিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানাই, যাতে একটি উন্নত, ন্যায্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা যায়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সিলেট জেলার সভাপতি হারুন রাজা চৌধুরী, সিলেট বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তোফায়েল আজম, সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র ধর, সহসাংগঠনিক সম্পাদক দুধু মিয়া, সদস্য মো. বশির মিয়া, আরজু মিয়া, ফুরাই চন্দ্র দেবনাথ, সাজ্জাদ আলী, ফারুক মিয়া, মিনা বেগম চৌধুরী, মো. সানুর মিয়া, আনহার আলী প্রমুখ।

 


কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪