Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ১৩ জুন ২০২৫

ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)-এর আয়োজনে ডিআইইউতে হয়ে গেলো দিনব্যাপী 'সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা' শীর্ষক সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ক অনুষ্ঠান।

গত ৯ই মে, শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়ে চলে বিকাল ৬ টা পর্যন্ত। ডিআইইউসাস আয়োজিত 'সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। 

এছাড়াও অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর সাজ্জাদ হোসেন, অতিরিক্ত রেজিস্টার অধ্যাপক মোহাম্মাদ শাহ আলম চৌধুরী সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সোভন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা রাজিউর রহমান।

দিনব্যাপী এই আয়োজনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব রাহাত মিনহাজ। আর উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মোঃ আকতারুজ্জামান, কিডস ক্রিয়েশন টিভির অনুষ্ঠান প্রদান আহসান হাবীব খান, দৈনিক কালবেলার লিড-মোজো রিপোর্টার আকরাম হোসেন, একুশের টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার রাজিউর রহমান এবং ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক। 

প্রশিক্ষকগণ দিনব্যাপী সাংবাদিকতার নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও প্রতিটি সেশনের শেষে কুইজের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইইউ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুছা মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম হীরা, কোষাধক্ষ ফয়সাল আহমেদ সহ সাবেক নেতৃবৃন্দ। 

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জাহিদুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি দেশের দর্পণ। তোমরা ক্যাম্পাসের ভাবমূর্তি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষনার্থীদের শুভকামনা জানিয়ে বলেন হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান করেন। 

ডিআইইউ সাংবাদিক সমিতি সাফল্য কামনা করে তিনি বলেন, এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিআইইউ সাংবাদিক সমিতি ক্যাম্পাসের ভাবমূর্তি উন্নয়নের কাজ করবে বলে এই প্রত্যাশা ব্যক্ত করেন। 

উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জাহিদুল ইসলাম।

 
কেএ