Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ১৩ জুন ২০২৫

ফাউন্ডার নাইটস এ উদ্যোক্তাদের একসাথে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন

ফাউন্ডার নাইটস এ উদ্যোক্তাদের একসাথে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন
ছবি: সংগৃহীত

গত ৮ মে ২০২৫, বৃহস্পতিবার বনানীর হোটেল শেরাটনে অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব)-এর ফাউন্ডার মেম্বার্স নাইট ২.০ এর দ্বিতীয় পর্ব ২০২৫ সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল।

ই-ক্লাবের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রোগ্রামের কো-কনভেনর অরূপা দত্তের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্লাবের গভর্নিং বডির সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতা সদস্যগণ এবং শীর্ষস্থানীয় উদ্যোক্তারা। শুরুতেই প্রোগ্রামের কো-কনভেনর মোঃ হাসান একরাম আহমেদ কে গত ২ বছর ব্র্যান্ডিং সাপোর্ট দেবার জন্য শুভেচ্ছাস্মারক দেয়া হয়।  

ই-ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান তার বক্তব্যে উল্লেখ করেন যে ২০৩০ সালের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে, যার আওতায় শীঘ্রই ঢাকার বিভিন্ন জোনে ক্লাবের জোনাল চ্যাপ্টার খোলা হবে। একই সঙ্গে বাংলাদেশের ১০টি জেলায় নতুন জেলা ভিত্তিক কার্যক্রম প্রক্রিয়া চলমান আছে। প্রসার, ভিন্নতা, ইনভেস্টমেন্ট নেস্ট, নেটওয়ার্ক বাস্কেট, ই-শপসহ ক্লাবের নতুন প্রকল্পগুলো ইতিমধ্যে ৫০০-এর বেশি উদ্যোক্তাকে সহায়তা প্রদান করেছে।

ই-ক্লাবের বর্তমান সভাপতি অন্তু করিম বলেন, ফাউন্ডার মেম্বার্সই ই-ক্লাবের প্রতিটি প্রকল্পের মূল চালিকাশক্তি। আমরা খুব শীঘ্রই জেনারেল, অ্যাসোসিয়েট ও যুব সদস্যদের নিয়ে একটি বিশেষ ডে-নাইট প্রোগ্রাম আয়োজন করবো। যেখানে সকলের মতাতমতের ভিত্তিতে ক্লাবকে আরো গতিশীল করা হবে। 

অনুষ্ঠানে গভর্নিং কমিটির নতুন চেয়ার হিসাবে মো: শাহিনুর ইসলাম কে আগামী তিন বছরের জন্য বরণ করে নেয়া হয়। এছাড়াও ই-ক্লাবের নতুন চার প্রতিষ্ঠাতা সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে তারা গ্রহণ করেন ক্রেস্ট, উত্তরীয়, ই-ক্লাব ফাউন্ডার পিন ও একটি বিশেষ সার্টিফিকেট।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং কমিটির চেয়ার মো: শাহিনুর ইসলাম, সাবেক প্রেসিডেন্ট ডক্টর হিমু চৌধুরী, শেখ আবুল হাসেম, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস্ট লিমিটেড; মোহাম্মদ রিয়াজুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্রাইট রিভার বাংলাদেশ লিমিটেড; ফারজানা ইসলাম মৌরি, প্রতিষ্ঠাতা ও সিইও, ক্রাফটিমেশন; মোহাম্মদ সোলাইমান আহমেদ জিসান, প্রতিষ্ঠাতা, পাবলিক স্পিকিং অফিসিয়াল এবং নাজমা আক্তার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, গ্রিন ডেলটা ইনস্যুরেন্স। এছাড়া প্রজেক্ট ডিরেক্টরগণ তাদের প্রজেক্টের বিস্তারিত শেয়ার করেন।  

অনুষ্ঠানের কনভেনর মোঃ আব্দুর রহমান নিপু সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি ই-ক্লাবের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে আরেকটি বড় আয়োজনের ঘোষণা দেন।

২০১৮ সালে প্রতিষ্ঠিত অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব) হলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও জনপ্রিয় উদ্যোক্তা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, পরস্পরের সঙ্গে সংযুক্তকরণ এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, পরামর্শ, বিনিয়োগ সহযোগিতা এবং নেটওয়ার্ক গঠনের নানা উদ্যোগ গ্রহণ করেছে। যাদের মধ্যে আছেন অভিজ্ঞ ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন শিল্প ও সেক্টরের প্রতিনিধিরা। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ই-ক্লাব নিয়মিতভাবে সেমিনার, ওয়ার্কশপ, বিজনেস মিটআপ, এক্সপো এবং অ্যাকসেলারেশন প্রোগ্রাম আয়োজন করে থাকে।

ই-ক্লাব বিশ্বাস করে, একটি শক্তিশালী ও সংযুক্ত উদ্যোক্তা কমিউনিটি ভবিষ্যতের অর্থনীতিকে আরও গতিশীল ও উদ্ভাবনী করে তুলতে পারে। সেই লক্ষ্যেই সংগঠনটি বাংলাদেশ এবং বহির্বিশ্বে কার্যক্রম বিস্তৃত করছে।
কেএ