হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক বিস্ময়কর সিদ্ধান্তে দেশটির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করেছে।
যা উত্তর আমেরিকার এই দেশটির সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের চলমান বিরোধকে আরও উসকে দিলো। শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের “স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম” (এসইভিপি) সনদ বাতিল করা হয়েছে, কারণ প্রতিষ্ঠানটি “আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হয়েছে”।
তিনি বলেন, “এই সিদ্ধান্ত দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।”
অন্যদিকে হার্ভার্ড প্রশাসন এই পদক্ষেপকে “আইনবহির্ভূত” বলে উল্লেখ করে বলেছে, “বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে আসা শিক্ষার্থী ও গবেষকেরা আমাদের ক্যাম্পাসকে সমৃদ্ধ করেন। তাদের উপস্থিতি শুধু হার্ভার্ড নয়, যুক্তরাষ্ট্রের জন্যও গুরুত্বপূর্ণ।”
কেএ