Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

জামায়াতে বড় পদ পাচ্ছেন এটিএম আজহারুল

জামায়াতে বড় পদ পাচ্ছেন এটিএম আজহারুল
এটিএম আজহারুল ইসলাম

কদিন আগে ছিল অনিশ্চিত জীবন। গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দেখা দেয় জীবন ফিরে পাওয়ার নতুন আশা। এক রায়ে বদলে যায় জীবনের মোড়। গত ২৮ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পান এটিএম আজহারুল ইসলাম।

মুক্তি পাওয়ার পর থেকেই মগবাজারে দলের কার্যালয়ে বসছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সেখানে আলাদা কক্ষ রয়েছে তার। তবে এখনো দলীয় কোনো পদ বা দায়িত্বে অধিষ্ঠিত করা হয়নি তাকে। তবে কারাবন্দি থেকেও তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ছিলেন। মুক্তি পেয়ে অংশ নেন সর্বশেষ শূরা সদস্যের বৈঠকে।

এর মধ্যে গুঞ্জন উঠেছে জামায়াতে দলীয় পদ পাচ্ছেন এটিএম আজহারুল। গুঞ্জনে এমনটা শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে বড় পদে আসতে পারেন তিনি। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করবেন তিনি। সবকিছু ঠিক থাকলে রংপুর-২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

জামায়াতে নতুন পদ পাওয়ার বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বলেন, তিনি (এটিএম আজহারুল ইসলাম) কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য হিসেবে এখন পর্যন্ত আছেন। নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি। নীতিনির্ধারকরা এ বিষয়ে বসবেন। আগামী সপ্তাহে হয়তো নতুন পদে তার নাম ঘোষণা আসতে পারে।

 


কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪