Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৭ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৭ কিলোমিটার যানজট
ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অন্তত ২৭ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে৷ বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেকপুর বাইপাসের ঘারিন্দা থেকে যমুনা সেতু পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে।

এতে ঈদে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে মহাসড়কে যানজটের কারণে সকাল ৬টার পর থেকে যমুনা সেতু দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হয়। এতে যানজট কমতে থাকে।

পুলিশ জানায়, হঠাৎ করে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। এতে করে যমুনা দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিক মতো পার হতে পারছে না। যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ বলেন, অতিরিক্ত গাড়ির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে আমরা নিরলসভাবে কাজ করছি।

 


কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ১৪ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪