Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব: আসিফ নজরুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব: আসিফ নজরুল
সংগৃহীত ছবি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে এক ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯)-কে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে তীব্র প্রতিবাদের ঢেউ। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত দিনে এই নির্মম হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। জনমনে নেমে আসে শোক, ক্ষোভ ও প্রতিবাদের জোয়ার।

ঘটনার পরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা রাস্তায় নেমে বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এ হত্যাকাণ্ডের জন্য অনেকে বিএনপিকে দায়ী করে সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন, এমনকি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও নানা স্লোগান দিতে দেখা যায়।

যোগাযোগমাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় একজন ব্যক্তি। আওয়ামী লীগ আমলে যখনই তাকে ছোট করার চেষ্টা হতো, তখনই আমি আমার একটি লেখা পোস্ট করতাম।”

তিনি আরও লেখেন, “আওয়ামী লীগ বিদায় নিয়েছে। কখনো ভাবিনি এখনো আমাকে সেই লেখাটি আবার শেয়ার করতে হবে।”


টিএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪