Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

শাকিবের সঙ্গে ‘সম্পর্ক’ কী, প্রশ্নে রহস্যময় উত্তর মিষ্টি জান্নাতের!

শাকিবের সঙ্গে ‘সম্পর্ক’ কী, প্রশ্নে রহস্যময় উত্তর মিষ্টি জান্নাতের!
শাকিব খান প্রসঙ্গে সাক্ষাৎকারে কথা বলছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত। শোবিজে এ দুই তারকাকে ঘিরে রয়েছে নানা গুঞ্জন। সেসব গুঞ্জন প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলেছেন এ অভিনেত্রী।

দেশের একটি সংবাদমাধ্যমের বিশেষ সাক্ষাৎকারে মিষ্টি জান্নাতের কাছে জানতে চাওয়া হয়, ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক কী?

এ প্রশ্নের উত্তরে মিষ্টি বলেন, আসলে শাকিব খানকে নিয়ে কোনো কথা আমি বলবো না। আমার মনে হয়, এ প্রসঙ্গে শাকিব খানকেই জিজ্ঞাসা করা ভালো। তাহলে একটা সুন্দর উত্তর আপনারা পাবেন।

একটু আক্ষেপ করেই মিষ্টি বলেন, শাকিবকে নিয়ে ছবি পোস্ট করার পর কেউ লেখে আমি অনুরোধ করে ছবি তুলেছি, অনেকে বলে প্রেম করার জন্য ছবি তুলেছি। এখন যদি আমি বলি, সে (শাকিব খান) আমার বন্ধু। অনেকেই বলবে সে আমার অনেক সিনিয়র।

এরপর একটু মজা করেই এ অভিনেত্রী বলেন, এখন যদি আমি বলি, সে আমার বয়ফ্রেন্ড, তাহলে অনেকে বলবে তার দুইটা স্ত্রী ও বাচ্চা আছে। তাহলে আমার আসলে কী বলা উচিত? সে আমার সিনিয়র সহকর্মী। সে মেগাস্টার। তাই তার সঙ্গে আমি ছবি তুলতেই পারি, ছবি পোস্ট করতেই পারি। এটাই বলবো।

 


এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪