দীপিকার পাশে দাঁড়ালেন বিদ্যা বালান

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ সিনেমা থেকে বের হয়ে আসা নিয়ে নেটিজেনদের মাঝে বেশ-আলোচনা সমালোচনা হয়েছে। মা হওয়ার পর আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি না হওয়ায় দীপিকা ছবিটি থেকে সরে দাঁড়ান।
তার এই সিদ্ধান্ত নিয়ে যেখানে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে, সেখানে দীপিকার পাশেও দাঁড়িয়েছেন অনেক তারকা। এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালান, তবে তার মন্তব্যে উঠে এসেছে কিছুটা ভিন্ন সুর এবং ব্যক্তিগত আক্ষেপের ছোঁয়া।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, ‘মায়েদের কত ঘণ্টা কাজ করা উচিত, এটা যদি আলোচনার বিষয় হয়। তাহলে আমি বলব এটা সম্পূর্ণ ন্যায্য দাবি। প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এমন একটি ব্যবস্থা থাকা উচিত, যাতে নতুন মায়েদের ক্যারিয়ার নিয়ে কোনো আত্মত্যাগ করতে না হয়।’
তার কথায়, ‘আমি মা হইনি তাই ১২ ঘণ্টা কাজ করতে পারি, আমার কোনো আপত্তি নেই। আমি যে ধরনের সিনেমায় কাজ করি, সেখানে আট ঘণ্টায় কাজ শেষ করা সম্ভব হয় না। আমি যেহেতু মা নই, তাই পৃথিবীর সমস্ত সময় আমার কাছে আছে। তাই আমি ১২ ঘণ্টার শিফটেই কাজ করি।’
এএজি