Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

অভিনয় ছেড়ে ক্যাব চালানোর সিদ্ধান্ত নিলেন অভিনেতা ফাহাদ ফাসিল

অভিনয় ছেড়ে ক্যাব চালানোর সিদ্ধান্ত নিলেন অভিনেতা ফাহাদ ফাসিল
ফাহাদ ফাসিল

অভিনেতা ফাহাদ ফাসিল, পুষ্পা : দ্য রাইজ’-এ ভানওয়ার সিং শেখাওয়াত চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার নজরকাড়া উপস্থিতির মাঝেও আলাদা করে নজর কাড়েন তিনি।

নতুন খবর হলো হুট করেই জনপ্রিয় অভিনেতা হঠাৎই জানালেন, ক্যারিয়ারের শিখরে থেকেও তিনি আর গ্ল্যামারের আলোয় বাঁচতে চান না। সিনেমা নয়, সব ছেড়ে সাধারণ ক্যাবচালকের জীবনই এখন তার স্বপ্ন। অভিনয়ের ঝলমলে দুনিয়া ছেড়ে বাস্তবের রাস্তায় নেমে আসতে চাইছেন দক্ষিণের এই অভিনেতা। কেন এই সিদ্ধান্ত?এমন প্রশ্নে তোলপাড় তার অনুরাগী মহল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনয় ছেড়ে দেওয়ার পর দেশে থাকবেন না এ অভিনেতা। বরং স্পেনের বার্সেলোনা শহরে গিয়ে ক্যাবচালক হয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন।

এ বিষয়ে ফাহাদ বলেন, আসলে এটা শুধু গাড়ি চালানো নয়, এটা আপনি কী পছন্দ করেন সেটাকে বেছে নেওয়া। আসলে আমার নিজের খুব ভালো লাগবে একটা মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পেরে। এমন একটা জিনিস প্রত্যক্ষ করতে পারাও বড় ব্যাপার। আমি আমার স্ত্রীকে আমার এই পরিকল্পনার কথা জানিয়েছি। ওর খুব ভালো লেগেছে। আমি এভাবেই খুশি থাকতে চাই।

ফাহাদের এই সিদ্ধান্ত অনেকটাই মিলে যায় ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ট্যাক্সি’ ছবির ভাবনার সঙ্গে। সেখানে বিভিন্ন মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া এবং তাদের যাপন ও কথোপকথনের চিত্র তুলে ধরা হয়। তা হলে কি ফাহাদ জীবনের অভিজ্ঞতার ঝুলি ভরতেই তেমন কিছু করার পরিকল্পনা করলেন, এমনটিই মনে করছেন ভক্তরা।

 


এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪