১০ আগস্ট এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশ হতে পারে। ওই দিন শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফল দেখার পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে।
রোববার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনর্নিরীক্ষণের ফল দেওয়ার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী ৯ আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে। সে অনুযায়ী আমরা ১০ আগস্ট ফল প্রকাশের জন্য চিন্তাভাবনা করেছি। ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং সংশোধিত ফল বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
কেএ