অভিনয় ছেড়ে দেয়া প্রসঙ্গে যা জানালেন তানিয়া বৃষ্টি

বর্তমান সময়ে ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ইউটিউব কিংবা টিভি চ্যানেল খুললেই তার নাটক! নিখুঁত অভিনয়ের মাধ্যমে চরিত্র জীবন্ত করে তোলেন। এবার এ অভিনেত্রী জানালেন বিয়ের পর ছেড়ে দেবেন অভিনয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি বলেন, বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না। আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।
এএজি