ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

ভারতীয় চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী শিল্পীদের নাম ঘোষণা করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে শুধুই বলিউড সিনেমার দাপট।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে ২০২৩ সালের ভারতীয় চলচ্চিত্রের সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হয়।
এক নজরে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা-
অভিনয় ও পরিচালনা
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা সহ-অভিনেত্রী: উর্বশী (উল্লঝুক্কু), জানকী বদিওয়ালা (ভাশ),
সেরা সহ-অভিনেতা: বিজয় রাঘবন (পুকালাম), মুথুপেত্তাই সোমু ভাস্কর (পার্কিং)
সেরা সিনেমা: টুয়েলভথ ফেল
সেরা পরিচালক: সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)
ফিচার ফিল্মস: সেরা হিন্দি সিনেমা কাঁঠাল
সেরা ভিএফএক্স ফিল্ম:হনুমান
সেরা শিশু ফিল্ম:নাল ২
সেরা শিশু শিল্পী: সুকৃতি বান্দি রেড্ডি (গান্ধী থাথা চেট্টু), কবির খান্ডারে (জিপসি), ত্রীশা তোশার, শ্রীনিবাস পোকালে, ভার্গব (নাল ২)
জাতীয়, সামাজিক মূল্যবোধ প্রচারকারী সেরা চলচ্চিত্র: স্যাম বাহাদুর
স্বাস্থ্যকর বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্র: রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা ডেবিউ ফিল্ম: আত্মপম্ফলেট
বিশেষ উল্লেখ: এমআর রাজাকৃষ্ণান (অ্যানিমেল - রি-রেকর্ডিং)
নেকাল – ক্রনিকল অফ দ্য প্যাডি ম্যান, দ্য সি অ্যান্ড দ্য সেভেন ভিলেজেস
সেরা আঞ্চলিক চলচ্চিত্র
সেরা গাড়ো ফিল্ম: রিমদোত্তিঙ্গা
সেরা তেলুগু ফিল্ম: ভগবন্থ কেসারি
সেরা তামিল ফিল্ম: পার্কিং
সেরা পাঞ্জাবি ফিল্ম: গদ্দে গদ্দে ছা
সেরা ওড়িয়া ফিল্ম: পুষ্কড়া
সেরা মারাঠি ফিল্ম: শ্যামচি আই
সেরা মালয়ালম ফিল্ম: উল্লঝুক্কু
সেরা কন্নড় ফিল্ম: কান্দেলু
সেরা হিন্দি ফিল্ম: কাঠাল
সেরা গুজরাটি ফিল্ম: ভাশ
সেরা বাংলা ফিল্ম: ডিপ ফ্রিজ
সেরা অসমীয়া ফিল্ম: রঙাটাপু
এএজি