Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

সায়েন্সল্যাব মোড় ১০ মিনিটের জন্য অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

সায়েন্সল্যাব মোড় ১০ মিনিটের জন্য অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও এখনও অধ্যাদেশ জারি না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ সকাল থেকে বিক্ষো*ভ ও মিছিল কর্মসূচি পালন করছেন তারা। 

একইসঙ্গে ১০ মিনিটের জন্য অবরোধ করা হয় সায়েন্সল্যাবরেটরি মোড়। এতে মিরপুর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল বের করে মিরপুর সড়কে ১১টা ৩৩ থেকে ১১টা ৪৩ মিনিট পর্যন্ত যান চলাচল বন্ধ করে রাখেন তারা। 

একই কর্মসূচি থেকে আজ নীলক্ষেত মোড়ও স্বল্প সময়ের জন্য অবরোধ করার কথা রয়েছে।

এর আগে ঢাকা কলেজের মূল ফটকে সকাল ১০টার পর জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। 

জানা গেছে, শুরুতে উপস্থিতি ছিল ১৮০ থেকে ২০০ শিক্ষার্থীর। পরে তাদের নিয়ে বেলা ১১টার দিকে মিছিল শুরু হয় কলেজ প্রাঙ্গণ থেকে। এসময় শিক্ষার্থীরা অধ্যাদেশের দাবিতে স্লোগানে দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে ‘সাত কলেজ’ নামে এক অবমাননাকর কাঠামোর অধীনে তারা পড়াশোনা করছেন। 

‘অধিভুক্তি’ শব্দটি তাদের আত্মপরিচয়ে আঘাত করেছে। তাই সরকারের ঘোষণামাফিক নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

 
এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪