Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ডেঙ্গুতে মৃত্যু ১০১, হাসপাতালে ভর্তি ২৪ হাজার ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ১০১, হাসপাতালে ভর্তি ২৪ হাজার ছাড়াল
সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৪৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৮৩ জনে। এ সময়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে, ফলে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৫ জন বরিশাল বিভাগে। এ ছাড়া ঢাকা বিভাগে ৮৪ জন, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, খুলনা বিভাগে ৫৭ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৭৪ জন রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ঢাকায় ৩৮৯ জন এবং ঢাকার বাইরে ৯৮৫ জন।


টিএ

নামাজের সময়সূচী

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪