ডেঙ্গুতে মৃত্যু ১০১, হাসপাতালে ভর্তি ২৪ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৪৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৮৩ জনে। এ সময়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে, ফলে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৫ জন বরিশাল বিভাগে। এ ছাড়া ঢাকা বিভাগে ৮৪ জন, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, খুলনা বিভাগে ৫৭ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৭৪ জন রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ঢাকায় ৩৮৯ জন এবং ঢাকার বাইরে ৯৮৫ জন।
টিএ