Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

উত্তরে শীতের আমেজ, পঞ্চগড়ে ঘন কুয়াশা

উত্তরে শীতের আমেজ, পঞ্চগড়ে ঘন কুয়াশা

আশ্বিন মাসের শেষ প্রান্তে এসে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। কয়েক দিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় রাত ও ভোরে হালকা কুয়াশা পড়তে দেখা যাচ্ছে।

তবে শনিবার (১১ অক্টোবর) সকালটা ছিল একটু ভিন্ন। কুয়াশার সঙ্গে সঙ্গে বইছে হালকা ঠান্ডা হাওয়া, যা অনেকের কাছেই শীতের আগমনী বার্তা হিসেবে ধরা দিয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

স্থানীয়রা জানান, ভোরে ঘুম ভাঙতেই জানালার ওপার থেকে ধোঁয়াটে কুয়াশার চাদর চোখে পড়েছে। শহর এবং গ্রামাঞ্চলে এমন আবহাওয়া অনেকেই উপভোগ করছেন। কেউ কেউ হাঁটতে বের হয়েছেন কুয়াশার মধ্যে, কেউ আবার চায়ের দোকানে গরম চায়ের কাপ হাতে বসে গল্পে মেতেছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েকদিন ধরে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভোরের দিকে কুয়াশা এবং হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এটা এক ধরনের মৌসুমি পরিবর্তনের ইঙ্গিত।

তিনি আরও বলেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এখন থেকে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

 
কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪