ইউজিসির নির্দেশনা অমান্য করে গবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয় (গবি) আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার সব ক্লাস ও পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার পরিপন্থী। এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
ইউজিসি নির্দেশনা অনুযায়ী আগামী ১৩ নভেম্বর দেশের সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক নিয়মে এবং স্ব শরীরে উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে কোনো প্রতিষ্ঠান অনলাইন ক্লাস পরিচালনা করতে পারবে না।
তবে ইউজিসির এই নির্দেশনা সত্ত্বেও গবিতে উক্ত তারিখের সমস্ত একাডেমিক কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয় জানানো হয়।
বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২য় সেমিস্টারের শিক্ষার্থী এনামুল হক বলেন, "ইউজিসির নোটিশের পরও আগামীকাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনলাইনে পরিচালনা করা মানে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগের তথাকথিত লকডাউন কর্মসূচীকে মৌণ সম্মতি জানানো। যেখানে জুলাই আন্দোলন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণ বিশ্ববিদ্যালয় সবার আগে রাজপথে ছিলো সেখানে প্রশাসনের এই সিদ্ধান্তকে একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।"
এ প্রসঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান বলেন, "জরুরী পরিস্থিতি বিবেচনা করে ও অনিবার্য কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷"
এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানান।
কেএ