Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নাটোরে বাসের যাত্রী নেই, রেল স্টেশনে চাপ

নাটোরে বাসের যাত্রী নেই, রেল স্টেশনে চাপ
ফাইল ছবি
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন প্রভাব পড়েনি নাটোর শহরে। অন্যান্য দিনের মতো চলছে জনসাধারণের দৈনন্দিন জীবন। দূরপাল্লার বাস না চললেও চালু আছে লোকাল বাস। লোকাল বাসে নেই আশানুরূপ যাত্রী। হতাশ বাস মালিক কতৃপক্ষ। তবে রেল স্টেশনের রয়েছে যথেষ্ট যাত্রীর চাপ। 
 
রোববার (৫ নভেম্বর) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়, হরিসপুর বাইপাস, নাটোর রেল স্টেশনে ঘুরে এ চিত্র দেখা গেছে। 
 
একতা পরিবহনের চালক দেশদেশান্তর২৪ কে বলেন, যাত্রী নেই বললেই চলে। আমাদের লাভ তো দুরের কথা তেলের খরচই তুলতে পারছি না। এভাবে চলতে থাকলে আমরাই বাধ্য হবো সার্ভিস বন্ধ রাখতে। 
 
মসজিদ মার্কেটে অবস্থান করা অটোরিকশা চালক রফিক বলেন, আগের দফায় যাত্রী কিছুটা কম ছিল। পুলিশের শক্ত অবস্থানে এবারে যথেষ্ট যাত্রী আছে। হরতালে কোনো সমস্যা মনে হচ্ছে না আমাদের।
 
নাটোর রেল স্টেশনে কর্তব্যরত পুলিশ সদস্য জয় বলেন, হরতালের কারণে দূরপাল্লার বস না চলায় যাত্রীরা ট্রেন মুখি হয়েছে। আগের তুলনায় নাটোর রেল স্টেশনে যাত্রী চাপ কিছুটা বেশি।

এএজি