Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

ডিআইইউতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায় সংবর্ধনা

ডিআইইউতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায় সংবর্ধনা
ফাইল ছবি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম শিফটের ১১ম এবং ১২তম ও ২য় শিফটের ৩২ এবং ৩৩ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সম্পন্ন হয়েছে। 

আজ শুক্রবার (১৭ নভেম্বর) সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিদায় জানানো হয়।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এস.এম. সাজ্জাদ আহমেদ শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (এমপি), উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।পরে বিদায়ী ব্যাচের ছাত্র-ছাত্রীদের হাতে অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচী শেষ হয়।


কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন