Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মুছা মল্লিক

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মুছা মল্লিক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে শিশু অধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ও এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) এর দপ্তর সম্পাদক মুছা মল্লিক।

ঝুঁকিতে থাকা শিশু বিষয়ক প্রিন্ট ক্যাটাগরিতে— "বিদ্যালয়ে অপরিচ্ছন্ন শৌচাগার, নীরব মহামারিতে কিশোরীরা" শীর্ষক প্রতিবেদন তৈরির জন্য এই সম্মাননা পুরস্কার পেয়েছেন তিনি।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১৮তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ২০০৫ সাল থেকে এ অ্যাওয়ার্ড দিচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। 

নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়নাল গ্রামে জন্মগ্রহণ করেন মুছা মল্লিক। বাবা-মা, স্ত্রী ও তিন ভাই ও দুই বোন নিয়ে তার পরিবার।

ঢাকা পোস্টে শিক্ষা বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করছেন তিনি। এর আগে তিনি দৈনিক আমার সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। মুছা মল্লিক এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন৷ 


এমআইপি