Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

হোমনার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে সুবর্নজয়ন্তী উদযাপন

হোমনার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে সুবর্নজয়ন্তী উদযাপন
(ছবি সংগৃহিত)

হোমনা কুমিল্লার হোমনা দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ পূর্তি উপলক্ষে সুবর্নজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন করা হয়েছে। শনিবার স্কুল প্রাঙ্গনে সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ। সুবর্নজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বাবুল মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেকৃবির সাবেক ভিসি ড. কামাল উদ্দিন আহমেদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক উপচার্য অধ্যাপক ড. আল নকীব চৌধুরী, চট্রগ্রাম বিশ্ববিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবুল কাশেম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো. নুরুজ্জামান ও অনুষ্ঠান বক্তা ছিলেন দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন শিক্ষক শ্রী অবনী মোহন সুত্রধর।

বক্তব্য রাখেন শেকৃবির সাবেক ডীন অধ্যাপক নুর মোহাম্মদ রহমতুল্লাহ, হোমনা সরকারী কলেজের সাবেক অধ্যাপক মনোয়ার হোসেন ও রেজাউল করিম, ঢাকা বিসিআইসি কলেজের অধ্যাপক মীর মাসুদুজ্জামান ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার ও সুবর্নজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মো. ইব্রাহীম প্রমুখ।

এ এময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. রফিকুল ইসলাম, গাজী তরিকুল ইসলাম ও মামুন মিয়া । পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।


এএজি