Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৩ মে ২০২৪

ক্যাম্পাস নিউজ

চবি'তে নবাগত শিক্ষকবৃন্দের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান

চবি'তে  নবাগত শিক্ষকবৃন্দের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান
ছবি: চবি'তে নবাগত শিক্ষকবৃন্দের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চ.বি) বিদায়ী ও নবাগত শিক্ষকবৃন্দের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: আবু তাহের।

আজ ২৮শে এপ্রিল (রবিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য শেষে হয় সাংস্কৃতিক পরিবেশনা। অতঃপর, বিদায়ী ও নবাগত শিক্ষকবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী বলেন," যারা চলে যাচ্ছে তারা অনেক সৌরভ রেখে যাচ্ছে। যারা নতুন এসেছেন আপনারা আস্তে আস্তে অগ্রবর্তী হবেন। আপনারা নীতি ও সত্যের সাথে চলবেন।"

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেণু কুমার দে বলেন," আপনাদের কাজ হবে জ্ঞান চর্চার পবিত্রতা রঅধ্যাপক বেণু কুমার দেক্ষা করা। বিশ্ববিদ্যালয়ের কাজ হলো মুক্ত চিন্তার মাধ্যমে জ্ঞান বিতরণ, সমাজ ও দেশের জন্য জ্ঞান সৃষ্টি করা। আপনাদের দুই কলম পড়াতে হলে চার কলম শিখতে হবে। আপনারা যা শিখেছেন তা বই আকারে লিখে যাওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তী প্রজন্ম উপকৃত হতে পারে।"

উপাচার্য অধ্যাপক ড. মো: আবু তাহের প্রবীণ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন," আপনাদের প্রতি অনুরোধ, আপনারা পরামর্শ দিয়ে সাথে থাকবেন। আপনারা যদি কোনো পরামর্শ দেন আমি তা গ্রহণ করব।"

তিনি নবীন শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে বলেন," যারা শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, আপনাদের আহ্বান জানাচ্ছি আমরা গবেষণা নিয়ে যে মিশন নিয়েছি তা নিয়ে আপনারা কাজ করবেন। আপনাদের দায়িত্ব ও কর্তব্য দায়িত্ব পালন করা। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে সততা দিয়ে নিজেদের কাজ সম্পাদন করুন।আপনাদের যদি সততা থাকে তাহলে মানুষ আপনাদের গ্রহণ করে নিবে। আপনাদের উপর অর্পিত দায়িত্ব টা যথাযথভাবে পালন করার চেষ্টা করুন।"
টিএ