Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ১২ মে ২০২৪

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
ছবি: গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

‘ভেটেরিনারিয়ানরা অপরিহার্য স্বাস্থ্যকর্মী’ প্রতিপাদ্যে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ শোভাযাত্রা একাডেমিক ভবন, বাদামতলা এবং প্রশাসনিক ভবন হয়ে পুনরায় একাডেমিক ভবনের সামনে শেষ হয়। 

এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় অনুষদের এনিমেল প্রোডাকশন বিভাগের শিক্ষক ডা: মো. জামিনুর রহমান বলেন, ‘প্রাণি চিকিৎসক বা ভেটেরিনারিয়ান হলেন তারা, যারা নিজেদের পক্ষে কথা বলতে না পারা নির্বোধ প্রাণির সুরক্ষা প্রদান করে। ভেটরা নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ করে জনস্বাস্থ্য সুরক্ষা দিতে সহায়তা করে। তাই ভুলে গেলে চলবে না যে একটি মেধাবী জাতি বিনির্মাণে ভেটেরিনারিয়ানরা অপরিহার্য।’

অনুষদের ৮ম ব্যাচের শিক্ষার্থী মো. রুমন হোসেন বলেন, ‘প্রাণিসম্পদের প্রাণ হচ্ছে ভেটেরিনারিয়ানরা। ভেটদের সকল ক্ষেত্রে দক্ষ হতে হবে। প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমক আয়োজনের অংশ হতে পেরে গর্ববোধ করছি। ভবিষ্যতে ভেটদের পথচলা আরও বেগবান হোক, এই প্রত্যাশা।

এ সময় মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও অত্র অনুষদের সাবেক ডিন ডা: সৈয়দ আনোয়ার হোসেন, ভেটেরিনারির সকল শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


টিএ

নামাজের সময়সূচী

রবিবার, ১২ মে ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪