Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪

জাবিতে কুরআনের অনুবাদ প্রতিযোগিতার চূড়ান্ত ধাপ অনুষ্ঠিত

জাবিতে কুরআনের অনুবাদ প্রতিযোগিতার চূড়ান্ত ধাপ অনুষ্ঠিত
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কুরআনের অনুবাদ প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার চতুর্থ আসর ছিল এটি।

শুক্রবার (০৩ মে) সকাল ১০টায় সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আয়োজকরা জানান, মোট দুইটি পর্বে কুরআনের অনুবাদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রথম পর্বে ৬০০ জন রেজিস্ট্রেশন করেছেন। অনলাইনে প্রাথমিক পরীক্ষার মাধ্যমে ১০০ জনকে বাছাই করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ৩০ জনকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে আয়োজকবৃন্দ। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে সৌজন্য উপহার।

চূড়ান্ত পর্বের পরীক্ষার বিষয়ে প্রতিযোগিতার সহকারী পরিচালক মো. আতিক শাহরিয়ার অন্তর জানান, 'চূড়ান্ত পর্বে মোট ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হয়েছে। এর মধ্যে ২০টি এমসিকিউ এবং ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। প্রতিটি এমসিকিউ এর মান ১ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের মান ২ নম্বর।'

এদিকে পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক এম. মেসবাহউদ্দীন সরকার, অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহমুদুর রহমান প্রমুখ।

এসময় লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, 'প্রতিযোগিতার মূল উদ্দেশ্য কুরআন অধ্যয়ন। কুরআন পড়ার মাধ্যমে প্রত্যেকেই লাভবান হয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। কুরআন অধ্যয়নের কাজে আমরা শুধু নিজেরাই নয়, সবাইকে যুক্ত করার চেষ্টা করবো। ভালোর দিকে মানুষকে ডাকবো।'


কেএ

নামাজের সময়সূচী

শনিবার, ১৮ মে ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪