Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪

রাঙামাটিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রাঙামাটিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
ফাইল ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে রাঙামাটিতে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও সেমিনার উদ্বোধন হয়েছে।

রোববার (৫ মে) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙনে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি এ স্লোগানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাঙামাটি জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযু্ক্তি সপ্তাহ উপলক্ষে এ মেলায় রাঙামাটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০টি স্টলে মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট উপস্থাপন করেন। 


কেএ