Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ১৯ মে ২০২৪

কাশ্মীর ভারতেরই অংশ : ভারত পররাষ্ট্রমন্ত্রী

 কাশ্মীর ভারতেরই অংশ : ভারত পররাষ্ট্রমন্ত্রী
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর (ছবি সংগৃহিত)

পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ বলে মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর । ভারতীয় সংসদে এ বিষয়ে একটি সংশোধনী রয়েছে যেখানে বলা হয়েছে, এটি ভারতেরই অংশ।

আজ ( ৬ মে) ওড়িশার কটকে এক আলোচনা সভায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে, এসব কথা বলেন তিনি।

জয়শঙ্কর বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর কখনও দেশের বাইরে ছিল না। এটা ভারতেরই অংশ। এখন প্রশ্ন হলো, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ কীভাবে পেল? তিনি বলেন, আপনারা জানেন, যখন কোনও বাড়িতে দায়িত্বশীল কেউ না থাকে, তখনই সেই বাড়িতে বাইরের লোক চুরি করার সুযোগ পায়। এক্ষেত্রেও অন্য দেশকে চুরি করার সুযোগ দেওয়া হয়েছে।

জয়শঙ্কর আরও বলেন, স্বাধীনতার শুরুর দিকে পাকিস্তানকে ওই ভূখণ্ড থেকে সরিয়ে না দেওয়ার কারণেই এই দুঃখজনক অবস্থা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে কী হবে বলা মুশকিল। তিনি বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর আবারও ভারতের মানুষের চেতনায় জায়গা করে নিয়েছে। আমরা এটা ভুলে গিয়েছিলাম। আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এটা আবারও ফিরে এসেছে।

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল সম্পর্কে এস জয়শঙ্কর বলেন, এটি অনেক আগেই বাতিল করা উচিত ছিল। ৩৭০ ধারা কার্যকর থাকাকালীন জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা বেড়েছে।

এর আগে, এপ্রিলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেন, ভারতে এটি ফিরে পেতে কখনও জোর করবে না। তবে ভারতে যে উন্নয়ন ঘটছে তা বিবেচনা করলে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জনগণই ভারতের সঙ্গে থাকার দাবি জানাবে।


এএজি