Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ২০ মে ২০২৪

মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
সংগৃহীত ছবি

মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা একেএম ফয়সাল মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চত করেন।

এর মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এফ. এ. এম শাহজাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম ও আওয়ামী লীগ নেতা সৈয়দ শাহ হাবিব উল্লাহ সূচন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: এরশাদ আলী, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো: আব্দুল আজিজ, সৈয়দ সামছুল আরেফীন, ধীরা নায়েক, মো: আসাদুজ্জামান ও মো: সোলাইমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আসমা আক্তার চৌধুরী, ফাতেমা তুজ জোহরা রীনা, মোছা: জাহানারা বেগম শেলী ও সেলিনা আক্তার।

আগামী ১২ই মে বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯শে মে, প্রতীক বরাদ্দ ২০শে মে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আবুল লায়েশ দুলাল জানান, ১১টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত মাধবপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৭৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ৫৩৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৩ হাজার ২২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ জন। মোট ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
টিএ