সংখ্যালঘুদের নিরাপত্তায় ডিপজল
আওয়ামী লীগ সরকারের পতনের বিকেল থেকেই ভিন্নমতের মানুষের ওপরে শুরু হয় হামলা। শুধু তাই না দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের টার্গেট করে বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিয়ে অনেক তারকাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে কাজ করা হচ্ছে। এবার সংখ্যালঘুদের নিজ এলাকায় নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। রাত জেগে তার লোকজন মন্দির পাহারা দিচ্ছে।
ডিপজল বলেছেন, সারাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার সর্বাত্মক অপচেষ্টার রুখে দিতে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন তার এলাকার বাসিন্দারা। কোনোভাবেই সম্প্রতি বিনষ্ট হতে দেবেন না তিনি। এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
এএজি