বুটেক্স বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত
"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ইউনিটের উদ্যোগে ৫০ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পকেট গেটের সামনে এই সংগঠনটি ২৬৫ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে। এই কর্মসূচি সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।
এ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের কারোর রক্তের প্রয়োজন হলে বাঁধনকে সবসময় পাশে পাওয়া যায়।
এছাড়া উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কাবেরী মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: ইমদাদ সরকার, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম ফয়েজ আহমেদ, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকা সিদ্দিকা, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা ও সংগঠনটির সক্রিয় কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।
সংগঠনটির সভাপতি ইমন কুমার সাহা বলেন, আমাদের সংগঠনটি শিক্ষার্থীদের মাধ্যমে ঢাকা এবং এর আশেপাশের জেলাগুলোতে রোগীদের প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ করে থাকে। বাঁধনের সামাজিক কাজগুলোর মধ্যে নবীনদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় একটি। এই কার্যক্রমের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা তাদের রক্ত গ্রুপ জানতে পারবে এবং পাশাপাশি অনেকেই রক্তদানে উৎসাহিত হবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক আফিফ ইসলাম সাজিদ বলেন, নবীন শিক্ষার্থীদের একাংশ রক্তের গ্রুপ জানে না। আমরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছি এবং রক্তদানে উৎসাহী করার জন্য কাজ করছি। এই কার্যক্রম সফল করার জন্য যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ও ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী শিহাব উদ্দিন মারুফ জানান, বাঁধনের আজকের আয়োজনটি আমার জন্য শিক্ষামূলক ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করতে পারা অনেক আনন্দদায়ক ছিল। এই সংগঠনকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি কাজে অংশগ্রহণে সুযোগ করে দেওয়ার জন্য। এভাবেই বাঁধনের হাত ধরে আরও অনেক মানবসেবামূলক কাজের আয়োজন করা হবে এই প্রত্যাশা করি।
বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করে এবং সংগঠনটির এই উদ্যোগকে সাধুবাদ জানায়।
টিএ