Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

জিবি ব্লাড কালেক্টরের উদ্যোগে পথ শিশুদের মধ্যে ইফতার বিতরণ

জিবি ব্লাড কালেক্টরের উদ্যোগে পথ শিশুদের মধ্যে ইফতার বিতরণ

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জিবি ব্লাড কালেক্টরের উদ্দ্যোগে মাদ্রাসায় ও পথশিশু মাঝে ইফতার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির উদ্যোগে খেজুরটেক রফিকিয়া মাদ্রাসা, বাশবাড়ি ডগরতলি সামসুল উলুম মাদ্রাসা ,বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী, মাঠ কর্মীদের সহ পল্লীবিদ্যুৎ ও নবীনগর স্মৃতিসৌধ এলাকায় হতদরিদ্র এবং পথশিশুদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

এতে অংশ নিয়ে জিবি ব্লাড কালেক্টরের প্রধান উপদেষ্টা ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহ আলম বলেন, " গবি ব্লাড কালেক্টর বিশ্ববিদ্যালয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে। শিক্ষার্থীদের অসুস্থতায় ও তাদের আত্মীয়-স্বজনসহ হাসপাতালে বিভিন্ন ধরনের রোগীদের সেবায় এবং সাধারণ খেটে খাওয়া মানুষের প্রয়োজনীয় চিকিৎসা সেবায় অল্প সময়ের মধ্যে ক্যাম্পাসে পরিচিতি লাভ করেছে।"

তিনি আরো বলেন,"শিক্ষার্থীদের সহযোগিতায় গরিব,অসহায় এবং এতিমদের মাঝে ইফতারের ব্যবস্থা করায় সংগঠনের সকলকে অভিনন্দন জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় আমাদের এই মানবতার কাজটি অব্যাহত রাখতে চাই এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।"

জিবি ব্লাড কালেক্টরের প্রতিষ্ঠাতা মোঃ আরিফুল ইমু বলেন, "গবি ব্লাড কালেক্টরস গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মানবিক সংগঠন। পবিত্র রমজানের এই সংযমের মাসে আমরা গতবারের মতো এই বারও সমাজের হতদরিদ্র ও এতিমশিশু ও পথশিশুদের জন্য ইফতার বিতরণের ব্যবস্থা করেছি।

তিনি আরো বলেন,"এবারে আমরা প্রথম অংশে মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন জায়গায় পথশিশুদের ইফতার বিতরণ করেছি এবং দ্বিতীয় অংশে ক্যাম্পাসে রাতের প্রহরী নিরাপত্তা কর্মীদের মাঝে ইফতার বিতরণ করেছি। এভাবেই তারুণ্যের হাত ধরে মানবসেবায় এগিয়ে যাক গবি ব্লাড কালেক্টর সেই প্রত্যাশাই করছি।"

উল্লেখ্য, দ্বিতীয় বারের মতো গবি ব্লাড কালেক্টরের উদ্যোগে পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে ব্লাড কালেক্টরের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

 
কেএ

নামাজের সময়সূচী

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪