কৃষকের স্বার্থ নিয়ে আপস করবে না ভারত: ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়ায় মোদি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, আমাদের কাছে কৃষকের স্বার্থ সবার উপরে। ভারত কখনোই কৃষক, দুগ্ধশিল্প বা মৎস্যজীবীদের কল্যাণের প্রশ্নে আপস করবে না। আমি ব্যক্তিগতভাবেও জানি, এর জন্য আমাকে বড় মূল্য দিতে হতে পারে। তবু আপস করব না।
ট্রাম্প ঘোষিত শুল্কবৃদ্ধির পর মোদির এটিই প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। গত বৃহস্পতিবার ট্রাম্প রুশ তেল আমদানি চালিয়ে যাওয়ার জবাবে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছায়। যা যুক্তরাষ্ট্রের যেকোনও বাণিজ্য অংশীদারের ক্ষেত্রে অন্যতম সর্বোচ্চ।
ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষি ও দুগ্ধখাত উন্মুক্তকরণ এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের মতো ইস্যুতে বিরোধের কারণে পাঁচ দফা আলোচনা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি ভেস্তে গেছে।মোদির বক্তৃতায় যুক্তরাষ্ট্রের নাম সরাসরি না থাকলেও, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, কৃষকের স্বার্থে তিনি আন্তর্জাতিক চাপের মুখেও আপস করবেন না।
এএজি