গবিতে এপ্রিল-২০২৪ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) এপ্রিল-২৪ সেশনের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের অক্টোবর সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তত্ত্বীয়) শুরু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবনে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে এক শিফটে পরীক্ষা শুরু হয়।
সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার ৫টি অনুষদের ১৭টি বিভাগের প্রায় ১৫ শতাধিকের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান সহ সংশ্লিষ্টরা হল পরিদর্শন করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, আগামী ১৭ ই নভেম্বর পর্যন্ত সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তত্ত্বীয়) চলবে। জুলাই-আগস্ট অভ্যুত্থানের জন্য ১ মাস পিছিয়ে এই পরীক্ষা শুরু হলো।
এএজি