Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

Asaal এর এক্সিকিউটিভ বোর্ড কমিটির অভিষেক

Asaal এর এক্সিকিউটিভ বোর্ড কমিটির অভিষেক

গত ৩ নভেম্বর ওজন পার্ক রজনীগন্ধা রেস্টুরেন্টে Asaal এর এক্সিকিউটিভ বোর্ড কমিটির (২০২৫-২০২৬) অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠান পরিচালনা করেন ওজন পার্ক কমিটির প্রেসিডেন্ট জনাব এএসএম মাইন উদ্দীন পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা তপন। আরও উপস্থিত ছিলেন Asaal এর ফাউন্ডার ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মেসবাহ উদ্দীন ও সেক্রেটারি জনাব করিম চৌধুরী। এছাড়াও অনেকেই বক্তব্য দিয়েছেন। 

আগামী ডিসেম্বরের ১৩-১৪ তারিখে অ্যাসাল এর ১৭ তম কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াশিংটন শেরাটন পেন্টাগন হোটেল বলরুমে। 

অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার (ASAAL) এর উদ্দেশ্য হল সমস্ত দক্ষিণ এশীয় শ্রমিকদের কর্মক্ষেত্র সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায্যতা, সম্মান, মর্যাদা এবং অগ্রগতির সুযোগ নিশ্চিত করা। ASAAL উপলব্ধি করে যে দক্ষিণ এশীয় আমেরিকানদের প্রয়োজনের জন্য অনন্য একটি স্বাধীন কণ্ঠস্বর ব্যতীত একজনের স্বপ্ন পূরণের স্বীকৃতি, প্রতিনিধিত্ব এবং সুযোগের সুযোগ দূরবর্তী।

 
কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪