Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

জবি প্রক্টরের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

জবি প্রক্টরের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ
ড. মুহাম্মদ তাজাম্মুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি বাসায় ফেরার পথে গুলিস্তানের তাঁতীবাজার মোড়ে লেগুনাচালকদের হামলার শিকার হন। হামলায় তার গাড়ি ভাঙচুর হয় এবং তিনি ও তার চালক আহত হন।  

রাজধানীর বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।  

এর আগে, একই দিন সকালে লেগুনাচালকরা এক জবি শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে। এ নিয়ে উত্তেজনার জেরে সন্ধ্যায় প্রক্টরের ওপর এই হামলা হয়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।  

প্রক্টর ড. তাজাম্মুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, "আমি বংশাল থানায় এসেছি, অপরাধী আটক হয়েছে। সবাই শান্ত থাকুন।"  

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতেই তাঁতীবাজার মোড় অবরোধ করেন।

 
কেএ

আরও পড়ুন