Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

যবিপ্রবিতে নানা আয়োজনে ইইই ডে পালিত

যবিপ্রবিতে নানা আয়োজনে ইইই ডে পালিত
ছবি: সংগৃহীত

আনন্দ শোভাযাত্রা, পায়রা উড়ানো, কেক কাটাসহ নানা আয়োজনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের 'ইইই ডে' পালন করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটায় যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে ‘ইইই ডে’ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ। 

‘ইইই ডে’ উদযাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, যবিপ্রবির ইইই বিভাগ শিক্ষা ও গবেষণায় একটি সমৃদ্ধশালী বিভাগ। তোমাদেরকে অবশ্যই চিন্তা-ভাবনা করে কাজ করতে হবে, শিক্ষা ও গবেষণার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অবদান রাখবে। 

ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খান বলেন, বিভাগীয় চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খান বলেন, যবিপ্রবির ইইই বিভাগ আজ ১৩ বছর পূর্ণ করে ১৪ বছরে পদার্পন করল। আমাদের গ্র্যাজুয়েটরা দেশে-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সাথে চাকুরী করছে। এছাড়াও অনেক শিক্ষার্থী আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানী সহ আরো অনেক দেশে উচ্চশিক্ষা গ্রহণ করছে ও মেধার স্বাক্ষর রাখছে। বর্তমানে আমাদের ল্যাবে ইঞ্জিনিয়ারিং এডুকেশনে ব্যবহৃত বিভিন্ন ট্রেইনিং মডিউল তৈরি করছি। যা আমাদের শিক্ষার্থীদের আরো দক্ষ করে গড়ে তুলছে। কর্তৃপক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকলে ইইই বিভাগ ভবিষ্যতে আরো উন্নতি করবে সেই আশা রাখি। এছাড়া, আমি আমাদের প্রতিষ্ঠিত এলামনাইদের কে আহ্বান করব তারা যেন একটি শক্তিশালী ইইই এলামনাই নেটওয়ার্ক গড়ে তোলে, তাহলে কর্মক্ষেত্রে আমাদের নতুন গ্র্যাজুয়েটরা তাদের অবস্থান আরো পাকাপোক্ত করতে পারবে।

এ আয়োজনে উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিন'স কমিটির আহ্বায়ক ড. মোঃ জাফিরুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি., ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ মীর মোশাররফ হোসেন, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল, সহকারী অধ্যাপক মো. আল-আমিন, প্রভাষক মোঃ তারেকুজ্জামান, রবিউল ইসলাম, শুভ দেবসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরুর মাধ্যমে যবিপ্রবিতে ইইই বিভাগের যাত্রা শুরু হয়। তাই এই দিনটিকে ‘ইইই ডে’ হিসাবে প্রতিবছর উদযাপন করা হয়।

 
এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪