Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

জবি মার্কেটিং স্পোর্টস ক্লাবের নেতৃত্বে আল হোসাইন ও মুশফিক

জবি মার্কেটিং স্পোর্টস ক্লাবের নেতৃত্বে আল হোসাইন ও মুশফিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধীনে পরিচালিত 'মার্কেটিং স্পোর্টস ক্লাব'-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (২ মে) বিকেলে বিভাগীয় চেয়ারম্যান, ক্লাব মডারেটর এবং কো-মডারেটরের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আল হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুশফিকুর রহমান।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মাজহারুল ইসলাম তানভীর, সোহাগ মন্ডল ও মাহমুদুর রহমান নাজিদ; যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি ও রাহমা মাহিনুর শুভেচ্ছা; কোষাধ্যক্ষ সজিব দাশ; সাংগঠনিক সম্পাদক মো. ইমন আহমেদ ও মো. নিয়াজ শফিক; সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল হোসেন; অফিস সম্পাদক রিয়াদ মোহাম্মদ খোকা। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নাইমুল ইসলাম, অংকন কুমার সাহা, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, প্রান্ত কুমার সাহা, আফরিন জাহান রনক ও শাহরিয়ার ইসলাম সাইফ।

নবনির্বাচিত সভাপতি মো. আল হোসাইন বলেন, “আমি কৃতজ্ঞতা জানাই মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক স্যার এবং ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. মাহাথি হাসান জুয়েল স্যার ও সহকারী অধ্যাপক মো. আল আমিন স্যারের প্রতি, আমার ওপর আস্থা রাখার জন্য। এই দায়িত্ব আমার কাছে শুধুমাত্র একটি পদ নয়, বরং আমার প্রিয় ক্লাবের প্রতি একটি অঙ্গীকার। ক্লাব সবসময়ই সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও দলীয় চেতনা বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। আমি চেষ্টা করব পূর্ববর্তী নেতৃবৃন্দের অর্জনকে সম্মান জানিয়ে ক্লাবকে আরও এগিয়ে নিতে—উদ্ভাবনী আয়োজন, অংশগ্রহণমূলক কার্যক্রম এবং বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত দক্ষতা অর্জনের সুযোগ তৈরির মাধ্যমে।”

সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, আমি তার যথাযথ সম্মান রাখার চেষ্টা করব। আমি কৃতজ্ঞ তাদের প্রতি, যারা আমাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করেছেন। ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং এ ক্ষেত্রে বিভাগের শিক্ষকবৃন্দ, বিশেষ করে বিভাগীয় চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতা কামনা করছি। আমাদের কমিটির প্রতিটি সদস্য সৃজনশীল ও পরিশ্রমী। আমি বিশ্বাস করি, আমরা সম্মিলিতভাবে ক্লাব এবং বিভাগের জন্য দারুণ কিছু উপহার দিতে পারব ইনশাআল্লাহ।”

 


কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪